বিনোদন রিপোর্ট: বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন-এর ঈদের বিশেষ পর্ব প্রচার হবে ঈদের ৩য় দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। এবারের পর্বে প্রতিটি সেগমেন্টেই থাকবে ঈদ বিষয়ক কথাবার্তা। ঈদ উপলক্ষে নির্মিত পরিবর্তনের জন্য তিনটি নতুন গান তৈরী করা হয়েছে। ফয়সাল রাব্বীকীন এর কথায় আরফির রুমির সুর ও সঙ্গীতে একটি গান গেয়েছেন এই সময়ের দুই ঘরানার দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরফিন রুমি ও সালমা। এই প্রথম জনপ্রিয় এই দুই শিল্পী একসাথে কোন টেলিভিশন অনুষ্ঠানে গান গাইলেন। মাহমুদ মানজুর এর কথায় সুজন আরিফের সুরে আরফিন রুমির সঙ্গীতায়োজনে আরেকটি গান গেয়েছেন এ সময়ের জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী কণা, ইমরান এবং জনপ্রিয় সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। ইতোপূর্বে কণা এবং ইমরান শওকত আলী ইমন এর সঙ্গীত পরিচালনায় গান গাইলেও এই প্রথম এই তিনজন একসাথে কোন গান গাইছেন। সময়ের দুই সম্ভাবনাময়ী ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী ঐশী ও কর্ণিয়ার পরিবেশনায় থাকছে বাউল স¤্রাট শাহ্ আব্দুৃল করিমের কথা ও সুর করা বহুল শ্রোতাপ্রিয় গান ‘রঙের দুনিয়া আমি চাই না’। গানটিতে নতুন করে সঙ্গীতায়োজন করেছেন আরফিন রুমি। ঐশী এবং কর্ণিয়াও কোন টেলিভিশন অনুষ্ঠানে একসাথে গান গাইলেন। নতুনভাবে কম্পোজিশন করা জনপ্রিয় এই গানটি তাদের কণ্ঠে দর্শকদের ভালো লাগবে বলে আমাদের বিশ^াস। এই প্রথম কোন ম্যাগাজিন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন অভিনেত্রী আশনা হাবীব ভাবনা। সাথে রয়েছে নৃত্যভূমির নৃৃত্যশিল্পীবৃন্দ। নাচটির মিউজিক কম্পোজিশন করেছেন সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। বাঁশি বিষয়ক জনপ্রিয় দুটি গানের সাথে ২৫ জন সহশিল্পী নিয়ে এবারের পরিবর্তনে নৃত্য পরিবেশন করবেন অভিনেত্রী, নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। দুটি নাচেরই নৃত্য পরিচালনায় রয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ। মিলনায়তনে উপস্থিত দর্শকদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিন জন দর্শক নিয়ে করা সিনেমা নাটক ও মডেলিং বিষয়ক দর্শক প্রতিযোগিতা পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনয়শিল্পী আহসান হাবীব নাসিম, তানভীন সুইটি এবং উপস্থাপক খন্দকার ইসমাইল। হজম আলী, শালা-দুলাভাই, মামা ভাগ্নে, মদন ভোলা, পরিবর্তন পাঠশালা, মুদ্রাদোষ-খাচকাটা খাচকাটা’ প্রেমিক-প্রেমিকা মমিন হাতেম, দুই বন্ধু, ইত্যাদি নিয়মিত পর্বের পাশাপাশি সেলফি বিড়ম্বনা, ঘুষ, দুর্নীতি, অসাধু ব্যবসা, ঈদের সালামী কালচার, যাকাত নিয়ে বাড়াবাড়িসহ সমাজের নানা অসংগতি ত্রæটি-বিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙ্গাত্মক ও হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশ রয়েছে। সাহরিয়ার মোহাম্মদ হাসান এর প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন