শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ডিজে রাহাতের মিউজিকে তানজীবের নতুন গান

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ‘মিথ্যা শিখালি’ গানটির মাধ্যমে স¤প্রতি বেশ আলোচনায় এসেছেন নতুন প্রজন্মের গায়ক ও সংগীত পরিচালক তানজীব সারোয়ার। ঈদ উপলক্ষে নতুন আরেকটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন। গানের শিরোনাম ‘ডিজে রাজা’। গানটির মিউজিক করেছেন সঙ্গীতাঙ্গনের আরেক জনপ্রিয় মুখ ডিজে রাহাত। তানজীব বলেন, রাহাত ভাইয়ের সঙ্গে যখন গানটা নিয়ে কথা বলতে বসলাম তখন তিনি আমাকে গানের মিউজিক নিয়ে কিছু আইডিয়া শেয়ার করেন। আমিও আগের গানগুলোর চেয়ে এটা ভিন্নভাবে গাওয়ার চেষ্টা করেছি। পপ ক্লাব মিউজিক ঘরানার এ কাজটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি। ‘ডিজে রাজা’ শিরোনামের গানটি আমার নিজের লেখা ও সুর করা। ডিজে রাহাত ভাইয়ের মিউজিকে প্রথম কাজ হলেও অভিজ্ঞতাটা দারুণ। গানটিতে র‌্যাপার আর্টিস্ট হিসেবে কাজ করেছেন রাফসান। সামনে মিউজিক ভিডিও আকারেও গানটি প্রকাশ হবে। আশা করি, শ্রোতারা গানটি পছন্দ করবেন। ডিজে রাহাত বলেন, তানজীব অনেক ভালো গান করে। গানটি অসাধারণ হয়েছে। আমার কাছে মনে হয়েছে শ্রোতাদের জন্য এবারের ঈদে এ গানটি হবে সেরা উপহার। খুব শিগগিরই গানটির ভিডিও নির্মাণ করবেন শুভব্রত সরকার। সিডি চয়েস থেকে গানটি প্রকাশ পাবে। সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বলেন, শ্রোতাদের জন্য সিডি চয়েস থেকে ধামাকা উপহার হলো ডিজে রাজা গানটি। আমার বিশ্বাস, গানটি সকল শ্রোতাদের ঈদে মুগ্ধ করবে। উল্লেখ্য, গত বছর তানজীবের গাওয়া ‘হৃদমোহিনী’ নামের একটি অ্যালবাম প্রকাশিত হয়। এর আগে তানজীবের গাওয়া ‘মেঘমিলন’ ও ‘দিল আমার’ শিরোনামের দুটি গান শ্রোতাপ্রিয়তা পায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন