বিনোদন রিপোর্ট: ঈদে আসছে শ্রোতাপ্রিয় সংগীত শিল্পী, সুরকার মিলন মাহমুদের বিশেষ সিঙ্গেল ট্র্যাক ‘পদ্মপাতা’। গানটির কথা লিখেছেন সজীব শাহরিয়ার। গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন সুমন কল্যাণ। গানটি রিলিজ হচ্ছে সুরঞ্জলির ব্যনারে। গানটির একটি মিউজিক ভিডিও আসছে ঈদে। গীতিকার সজীব শাহরিয়ার বলেন, এর আগে মিলন ভাইয়ের কন্ঠে আমার লেখা ‘জোছনাধারা’ গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। আশা করছি, এ গানটিও সকলের ভাল লাগবে। সুরকার ও সংগীত পরিচালক সুমন কল্যাণ বলেন, গানটির কাজ অনেক সময় নিয়ে করেছি। গানটি সবার ভাল লাগবে বলে আমার বিশ্বাস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন