বিনোদন ডেস্ক: ঈদ-উল-ফিতর উপলক্ষে একুশে টেলিভিশনের জন্য নির্মিত সাত পর্বের বিশেষ অনুষ্ঠান ‘আমার ছবি, আমার গান’ এর ভিন্ন ভিন্ন পর্বে সাতজন চলচ্চিত্র তারকার উপস্থাপনা উপভোগ করবেন দর্শকরা। একটি পর্ব উপস্থাপনা করবেন চিত্রনায়ক ইমন। এতে তার অভিনীত চলচ্চিত্র থেকে ১০টি গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। প্রতিটি গানের পূর্বে শূটিং করতে গিয়ে নিজেদের অভিজ্ঞতা নিজেরাই বর্ণনা করেছেন। রাজধানীর বিভিন্ন লোকেশনে অনুষ্ঠানটি ইতিমধ্যে ধারন করা হয়েছে। এ প্রসঙ্গে ইমন বলেন, ‘উপস্থাপনার বিষয়টি আমার নিজের কাছে ভাল লেগেছে, তারপর আমার নিজের গান নিয়ে কথা। আশা করি অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগবে’। সোহেল রানা সবুজ ও সিফাত তন্ময়ের প্রযোজনায় ঈদেরদিন রাত ৮টায় অনুষ্ঠানটি প্রচার হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন