বিনোদন রিপোর্ট: বৈশাখী টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় থাকছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ভিন্ন স্বাদের ৫টি নাটক। পরপর ৫ দিন বিশেষ এই নাটকগুলো প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের ৫ম দিন প্রতিদিন রাত ৮টা ৪৫ মিনিটে। ঈদের ৫ম দিন রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে হাস্য রসাত্মক নাটক ‘অভিনন্দন’। মাসুম শাহরিয়ারের রচনা ও মুরসালিন শুভ’র পরিচালনায় নাটক ‘অভিনন্দন’। অভিনয়ে মোশাররফ করিম, জান্নাতুল পিয়া, শহীদুল্লাহ সবুজ।অভিনন্দন নাটক প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ঈদে অনেক ধরনের কাজ করেছি। তবে এই নাটকটি করে আলদা আনন্দ পেয়েছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন