শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রথমবারের মতো বিজ্ঞাপনে জুটি হলেন রিয়াজ ও অপু বিশ্বাস

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: বিজ্ঞাপনে প্রথমবারের মতো জুটি হতে যাচ্ছেন চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ জুটিকে দেখা যাবে নাভানা গ্রুপের কয়েকটি পণ্যের বিজ্ঞাপনে। বিজ্ঞাপন নির্মাণ করবেন এস এম সালাউদ্দিন। গত সোমবার সন্ধ্যায় রিয়াজ-অপু নাভানা গ্রুপের সকল প্লাস্টিক পণ্য, স্টোভ এবং কিচেন সিংকরে ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন। এসময় নাভানা গ্রুপের চেয়ারম্যান শফিউল ইসলাম কামালসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অপু বিশ্বাস বলেন, এটা খুব আনন্দের ব্যাপার, অনেক দিন পর আবারও রিয়াজ ভাইয়ের সাথে কাজ করতে যাচ্ছি। দুই বছরের জন্য দেশের জনপ্রিয় গ্রুপ নাভানার ব্র্যান্ড এম্বাসেডর হলাম আমি আর রিয়াজ ভাই। এই গ্রুপের বেশ কিছু পণ্যের টিভিসিতে অংশ নেব আমরা। ঈদের পর এগুলোর শূটিং শুরু হবে। রিয়াজ বলেন, অপুর সঙ্গে এর আগে চলচ্চিত্রে কাজ করলেও এবারই প্রথমবার বিজ্ঞাপনে কাজ করতে যাচ্ছি। অভিনয়ের বাইরে অপু একজন ভালো মানুষ। আশা করছি বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের জুটিকে দর্শক সাদরে গ্রহণ করবেন। নির্মাতা সালাহউদ্দিন বলেন, আমার নির্দেশনায় কয়েকটি পণ্যের বিজ্ঞাপনচিত্রের কাজ করবেন রিয়াজ-অপু। আজ তাদের সঙ্গে ফাইনাল চুক্তি স¤পন্ন হয়েছে। আশা করছি বিজ্ঞাপনগুলো প্রচারে আসলে ভালো লাগবে দর্শকের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন