শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মুজিব পরদেশী ও আবদুল গফুর হালীর মিউজিক ভিডিও প্রকাশ করেছে প্রাণ

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: কিংবদন্তি সঙ্গীত শিল্পীদের সৃষ্টি সংরক্ষণ ও তাদের গানগুলোকে নতুন প্রজন্মের কাছে ভিন্ন আঙ্গিকে তুলে ধরার উদ্যোগ নিয়েছে ‘প্রাণ ¯œ্যাক্স টাইম’। এর অংশ হিসেবে শিল্পী মুজিব পরদেশী ও আবদুল গফুর হালীর গাওয়া জনপ্রিয় চারটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করা হবে। ঈদ উপলক্ষে প্রকাশিত মিউজিক ভিডিওগুলো ইউটিউব চ্যানেল ‘প্রাণ ¯œ্য্সা টাইম’ এ দর্শকরা দেখতে পাবেন। গানগুলি হলো- মুুজিব পরদেশীর আমি কেমন করে ও হলুদিয়া পাখি এবং আবদুল গফুর হালীর গাওয়া সোনা বন্ধু ও পাঞ্জাবিওয়ালা। এ বিষয়ে প্রাণ ফুডস এর জেনারেল ম্যানেজার (অপারেশন) আলী হাসান আলম জানান, আমরা কপিরাইট আইনের দিকটি মাথায় রেখে তাদের গানগুলো অবিকৃত রেখে প্রকাশ করছি। কিংবদন্তী এই শিল্পীদের অনেক গান সংরক্ষণ করা হয়নি। সেগুলো আমরা খুঁজে বের করে সংরক্ষণের উদ্যোগ নিবো।’ মুজিব পরদেশী বলেন, সংরক্ষণের অভাবে পুরানো দিনের অনেক গানই হারিয়ে যাচ্ছে। এই মিউজিক ভিডিওর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে গানগুলো ভিন্ন আঙ্গিকে তুলে ধরায় প্রাণ গ্রæপকে ধন্যবাদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি। এতে একটি গানে মুজিব পরদেশী নিজেই এবং বাকীগুলিতে কণ্ঠ দিয়েছেন সালামা ও দোলা। আর মডেল হয়েছেন এসময়ের অভিনয় শিল্পী সারিকা, সোহানা সাবা, তানজিন তিশা, স্পর্শিয়া, কাজি আসিফ, আজাদ, মনোজ ও যায়িব। রেদওয়ান রনি বলেন, দেশের কিংবদন্তী দুই শিল্পীর মিউজিক ভিডিও করার সুযোগ পেয়ে ভাল লাগছে। আশা করি, গানগুলোর মতো এর ভিডিও চিত্রগুলোও শ্রোতা-দর্শকদের ভাল লাগবে। উল্লেখ্য ইতোপূর্বে কিংবদন্তি শিল্পী লাকী আখন্দের জনপ্রিয় তিনটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করে ‘প্রাণ ¯œ্যাক্স টাইম’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন