বিনোদন ডেস্ক: ঈদে একুশে টেলিভিশনে প্রচার হবে সাত পর্বের বিশেষ ঈদ ধারাবাহিক নাটক ‘পোস্টমর্টেম’। হাস্যরসাত্বক ধারাবাহিক নাটকটি রচনা এবং পরিচালনা করেছেন মাসুদ সেজান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, বাঁধন, ডা. এজাজ, শামীমা নাজনীন, ডলি জহুর, মিশু সাব্বির, ¯স্নিগ্ধা মোমিন, নরেশ ভূইয়া, শেখ মৌ, মুসাফির সৈয়দ, আল আমিন, শহীদ উন নবী, সাজ্জাদ হুসাইন প্রমূখ। ধারাবাহিক নাটকটি ঈদের দিন থেকে ঈদের সপ্তমদিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ২৫ মিনিটে একুশে টিভিতে প্রচার হবে। এর গল্পে দেখা যাবে, প্রেমে ব্যর্থ হয়ে আকাশ সিদ্ধান্ত নিয়েছে, জীবনে আর বিয়েই করবে না। প্রিয় বন্ধুর উপকার করার পর, সে-ই বন্ধুই যখন তার ক্ষতি করেছে, তখন সে সিদ্ধান্ত নিয়েছে, জীবনে আর কখনোই কারও উপকার করবে না। কিন্তু আকাশের নিঃশ^াসের সাথে মিশে আছে ভালোবাসা, রক্তের সাথে মিশে গেছে মানুষের জন্য কিছু একটা করার প্রেম। এই প্রেম-ভালোবাসাই তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। চারিদিকে এতো এতো মুখোশধারী মানুষ, এতো ছলনা, এতোটা প্রতারনা, কে আসল, কে নকল সে কিছুই বুঝতে পারছে না। একই নাক, একই মুখ, চেহারাটাও মানুষের কিন্তু সে প্রতিদিন আবিস্কার করছে একেকটি অমানুষকে। নদীও সিদ্ধান্ত নিয়েছিল বিয়ে করবে না। সে তার সিদ্ধান্ত থেকে সরে এসেছে, সে বিয়ে করবে এবং আকাশকেই বিয়ে করবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন