বিনোদন ডেস্ক: চ্যানেল আইতে ঈদের দিন রাত ৭.৪০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘থ্রি টু ওয়ান জিরো এ্যাকশান’। হুমায়ূন আহমেদের গল্পে এর চিত্রনাট্য ও পরিচালনা মেহের আফরোজ শাওন। এ নাটকে অভিনয় করেছেন প্রাণ রায়, স্পর্শিয়া, জয়ন্ত চট্টোপাধ্যায়, ঝুনা চৌধুরী, সুভাশিষ ভৌমিক প্রমুখ। গল্পে দেখা যাবে- গেল বছর সিনেমার নায়ক হতে চেয়েও চৌধুরী খালেকুজ্জামান পারেন নাই। কিন্তু সহজে দমে যাওয়ার পাত্র আমাদের চৌধুরী সাহেব নহেন। তার উর্বর মস্তিষ্ক আবিষ্কার করে নায়ক হওয়ার থেকে ডিরেক্টর হওয়া সহজ। এমন একটা ভাবনা নিয়ে কী আর সে বসে থাকবে! প্রচন্ড নাটকীয়তায় যাত্রা শুরু হয় তালতলা গ্রামের নয়নের মনি চৌধুরী খালেকুজ্জামানের ডিরেক্টর হওয়ার যাত্রা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন