এক সাধারণ মানুষ চম্পক (রীতেশ দেশমুখ)। তার দুই সহযোগী গেন্দা (বিক্রম থাপা) আর গুলাবকে (ভুবন অরোরা) নিয়ে মুম্বাইয়ের একটি ব্যাংকে ডাকাতি করার জন্য ঢোকে। ব্যাংকের গ্রাহক আর কর্মচারীদের বুঝতে দেরি হয় না তারা এই কাজে কতটা অনভিজ্ঞ। গ্রাহকরা তাদের নাম দেয় ‘থ্রি ইডিয়টস’। তারা বোকামির মধ্য দিয়ে যখন সবাইকে হাসাচ্ছে ঠিক তখন জুগনু এক আসল ডাকাত গ্রাহকের ছদ্মবেশে নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়। সে তার সহযোগীদের সঙ্গে একটি হার্ড ড্রাইভের সন্ধান শুরু করে। এদিকে ব্যাংকের বাইরে পুলিশ আর গোয়েন্দা দপ্তরের মধ্যে শুরু হয় এক দ্ব›দ্ব। গোয়েন্দা প্রধান আমজাদ খান (বিবেক ওবেরয়) যখন প্রাণান্ত অচলাবস্থা নিরসনে তখন পুলিশ কর্মীরা মোবাইল ফোনে গেম খেলতে আর চায়ে চুমুক দিতে ব্যস্ত। পুলিশ যখন ব্যাংকের এই পরিস্থিতি সমাধানে ব্যর্থ তখন সেখানে সংবাদ মাধ্যমের সদস্যরা এসে উপস্থিত হয়। থ্রি ইডিয়টসের সঙ্গে সাংবাদিক গায়ত্রী গাঙ্গুলীর (রিয়া চক্রবর্তী) যোগাযোগ হয়, তারা তাকে বোঝাতে চেষ্টা করে তারা আসল ডাকাত নয়। কিন্তু পুলিশ কি তা মানবে?
বলিউড শীর্ষ পাঁচ
১। ব্যাংক চোর
২। ফুল্লু
৩। রাবতা
৪। সচীন- আ বিলিয়ন ড্রিমস
৫। বাহুবলি টু : দ্য কনক্লুশন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন