শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

র্কাস থ্রি

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

ব্রায়ান ফি পরিচালিত এনিমেটেড অ্যাডভেঞ্চার ফিল্ম ‘র্কাস থ্রি’। এটি ‘র্কাস’ (২০০৬) এবং ‘র্কাস টু’র (২০১১) পরের পর্ব। ফি এনিমেশনের বিভিন্ন শাখায় কাজ করেছেন এটি তার পরিচালনায় প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
লাইটনিং ম্যাককুইন (ভয়েস : ওয়েন উইলসন) একটি রেসের মাঝে মারাত্মক দুর্ঘটনায় পড়ে। এতে তার অবস্থা এমনই শোচনীয় হয়ে পড়ে যে সবাই ধরে নেয় এবার সে অবসর নেবে। কিন্তু সে রেইস ট্র্যাকে ফেরার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আর এজন্য তাকে নির্ভর করতে হয় তরুণ টেকনিশিয়ান ক্রুস রামিরেস (ক্রিস্টেলা আলোনজো) আর তার আদর্শ পরলোকগত ফ্যাবিউলাস হাডসন হরনেটের অনুপ্রেরণার ওপর। কিন্তু নতুন প্রজন্মের দ্রæতগতিসম্পন্ন রেসারদের সামনে কি সে দাঁড়াতে পারবে? ট্র্যাকে নামার পর সবাই বুঝতে পারে লাইটনিং ম্যাককুইনের মাঝে এখনও সেই জোর আছে। পিস্টন কাপ রেসিংয়ের ট্র্যাকের জন্য প্রস্তুতি নেয় লাইটনিং ম্যাককুইনের দল।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
হলিউড শীর্ষ পাঁচ
১। র্কাস থ্রি
২। ওয়ান্ডার উওম্যান
৩। অল আইয অন মি
৪। দ্য মামি
৫। ফর্টি সেভেন মিটার্স ডাউন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন