শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চার বছর পর ঢাকাইয়া ভাষায় জাহিদ হাসান

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ঢাকাইয়া ভাষায় জাহিদ হাসান সবশেষ অভিনয় করেছিলেন সাগর জাহানের আরমান ভাই সিরিজের নাটকে। এরপর তাকে আর ঢাকাইয়া ভাষায় কোনো নাটকে দেখা যায়নি। ৪ বছর পর আবার তিনি ঢাকাইয়া ভাষার নাটকে অভিনয় করলেন। নাটকের নাম ‘ভাইয়ের চরিত্র ফুলের মত পবিত্র’। আকাশ রঞ্জনের রচনা ও শেখ সেলিমের পরিচালনায় নাটকটিতে জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন ফারুক আহমেদ, আবদুল্লাহ রানা, পিয়া বিপাশা, তারেক স্বপন, মাহমুদা আক্তার নিশা, মোশাররফ হোসেন, বাশার বাপ্পি, অরণ্য বিজয়সহ আরো অনেকে। এই নাটকে প্রথমবারের মত জাহিদ হাসানের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন হালের ক্রেজ পিয়া বিপাশা। নাটকটি আরটিভির ঈদ অনুষ্ঠানমালার ৪র্থ দিন রাত ১১.৪৫ মিনিটে প্রচার হবে। নাটকটি সম্পর্কে পরিচালক শেখ সেলিম বলেন, ঈদের আনন্দ বাড়িয়ে দিতে ‘ভাইয়ের চরিত্র ফুলের মত পবিত্র’ নাটকটি করা। নাটকটি সব ধরনের দর্শকদের ভালো লাগবে, বিশেষ করে জাহিদ হাসান ভাইকে যারা এই রকম চরিত্রে বেশি দেখতে চান সেই সব দর্শকদের জন্য নাটকটি চমক হয়ে থাকবে। নাটকটি প্রযোজনা করছে সাব্বির চৌধুরী, রাসেল আলম ও রুবাবা আদনীন মুমু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
মানসুর ২৪ জুন, ২০১৭, ৩:৩৯ এএম says : 0
আমার প্রিয় অভিনেতা .................
Total Reply(0)
M A Mizanur Rahaman ২৪ জুন, ২০১৭, ১২:১৫ পিএম says : 0
very good
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন