শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রকাশিত হয়েছে এফ এ সুমনের আসমানী

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: ঈদ উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশন প্রকাশ করেছে জনপ্রিয় কন্ঠশিল্পী এফ এ সুমনের নতুন গান ও মিউজিক ভিডিও। গানটির শিরোনাম ‘আসমানী’। ধ্রুব মিউজিক স্টেশন ঈদ উৎসবে প্রথম দিন প্রকাশিত হয় গানটি। ‘আসমানী আসমানী / ভুলে গেছিস আাময় আমি তা জানি’ এমন কথার গানটি লিখেছেন এবং সুর করেছেন মাহমুদ জুয়েল আর সঙ্গীতায়জন করেছেন জে.কে। গানটি প্রসঙ্গে এফ এ সুমন বলেন, গানটির কথা ও সুর অনেক চমৎকার। মিউজিক ও দারুন। গানটিতে একজন প্রেমিকের হৃদয়ের কথা বলা হয়েছে। গানটির মিউজিক ভিডিওতে দর্শক আমাকে নতুন ভাবে পাবে। আশা করছি, গানটি র্দশক-শ্রোতাদের ভালো লাগবে। ঢাকা ও এর আশেপাশের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটি। গানিটি নির্মান করেছে মোশন রক এন্টারটেইনমেন্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন