বিনোদন রিপোর্ট: বাংলাদেশের শীর্ষস্থানীয় অডিও প্রয়োজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক এবারের রোজার ঈদে শ্রোতাপ্রিয় ও প্রতিষ্ঠিত শিল্পীদের ১০টি অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে। প্রতিষ্ঠানের কর্ণধার সুলতান মাহমুদ বাবুল বলেন, এবার ঈদেও সাউন্ডটেক বড় বাজেটের অ্যালবাম প্রকাশ করেছে। এ তালিকায় রয়েছে এ সময়ের অন্যতম জনপ্রিয় শিল্পী ইমরানের আমার ইচ্ছে কোথায় গানের অডিও ও ভিডিও। গানটির কথা লিখেছেন জুলফিকার রাসেল। সুর ও সংগীত আয়োজন করেছেন শিল্পী নিজেই। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন কলকাতার মেয়ে মৌমিতা হরি। আলো নেই আলোতে (সিঙ্গেল ট্র্যাক)। ওমর ফারুক বিশালের কথায় গানটির সুর-সংগীত করেছেন নাবিল সালেহীন নিলয়। এ ছাড়া জনপ্রিয় শিল্পীদের মিক্সড অ্যালবাম বুঝলিনা মন প্রকাশ পাচ্ছে। এতে গান গেয়েছেন কণা, এস আই টুটুল, সালমা, রিংকু, নিকার ও শাকিল আহমেদ। সবগুলো গানের সুর-সংগীত করেছেন আবিদ রনি। কথা লিখেছেন আশিকুল হক তরুণ। অন্যদিকে, আহমেদ রিজভীর কথায় নাজির মাহমুদের সুরে আর মুশফিক লিটুর সংগীতে ন্যনসির ‘কোন মন্তরে’ শীর্ষক গানটি প্রকাশিত হচ্ছে। এ ছাড়া কাজী শুভর চারটি গানের মিক্সড অ্যালবাম ‘মন পোড়েরে’ প্রকাশ পাবে। আরও রয়েছে সালমার নতুন গান ‘ভেতর থেকে তোরে চাই’। গানটির কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ আর সুর ও সংগীত সুমন কল্যাণ। এ ছাড়া দিনাত জাহান মুন্নির কণ্ঠে প্রকাশ পাচ্ছে নতুন গান বৃষ্টি বিরহ। গানটির কথা ও সুর করেছেন কবির বকুল। খন্দকার বাপ্পি ও বর্ষার কণ্ঠে প্রকাশিত হবে জলে ভেজা চোখ। বিন্দু কণার কণ্ঠে প্রকাশ পাচ্ছে চাইলাম যারে। আরও প্রকাশ পাচ্ছে তৌসিফের তোকে ছাড়াসহ একাধিক মিক্সড অ্যালবাম ও নতুন গান। এ ছাড়াও ইথুন বাবুর কথা ও সুর আতিক হাসানের ৫টি গানের একটি অ্যালবাম আসছে। আরও আসছে প্রিন্স হাবিবের ৫টি গান। শেখ রেজার কথা ও এস পুলকের সুর ও সংগীতে পলাশ সাজ্জাদের লাল শাড়ি অ্যালবামের ৫টি গান পেতে যাচ্ছে। ইতোমধ্যেই ঈদের এই অ্যালবাম গুলোর বেশ কিছু অডিও এবং ভিডিও সাউন্ডটেক ইউটিউবে প্রকাশ হয়েছে। গান বাজারজাতের বড় মাধ্যম এখন এটাই। সঙ্গীতপ্রিয়দের গান গুলোও মুগ্ধ করবে বলে আশাবাদ প্রকাশ করেন সুলতান মাহমুদ বাবুল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন