শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কালারস এফএম ১০১.৬-এ তিন দিনের ঈদ উৎসব

| প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ঈদের ৩ দিনব্যাপি অনুষ্ঠানমালায় কালারস এফএম প্রচার করবে বিশেষ আনন্দ আয়োজন। এই আয়োজনকে ব্যতিক্রমী ও আনন্দময় করতে কালারস এফ এম এর জনপ্রিয় আরজেদের পাশাপাশি থাকবেন অন্যান্য এফ এম স্টেশনের জনপ্রিয় আরজে, বিভিন্ন ব্যান্ডের দল, ইউটিউব সেলিব্রেটি এবং আরও অনেকে। অনুষ্ঠান উপভোগ করা যাবে কালারস এফএম ১০১.৬ এর ঈদ উৎসব নিচের সময়সূচি অনুযায়ী। অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, ‘আরজেস উইথ মিউজিক’ (দুপুর ১২টাÑ২টা), রঙবাজের ঈদ (দুপুর ২টাÑ৪টা)। সম্পূর্ণ রঙিন (দুপুর ৪টাÑ৬টা), ঈদ স্পেশাল (সন্ধ্যা ৬টাÑ৮টা), জ্যাম সেশন (রাত ৯টাÑ১১টা), মিডনাইট শো (রাত ১১টাÑ ১টা)। ঈদের ১ম দিন প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘আরজেস নাইট ইন’। স্পাইস এফএম থেকে আরজে ট্যাজ, রেডিও স্বাধীন থেকে কাজরিয়া, এবিসি রেডিও থেকে আরজে শারমিন ও বিটবক্স খ্যাত শান্তকে সাথে নিয়ে থাকবে কালারস এফএম ১০১.৬ এ থেকে অহনা ও বø্যাক জ্যাং।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন