বিনোদন ডেস্ক: আজ রাত ১১টা ৪৫ মিনিটে আরটিভিতে প্রচার হবে নাটক চান্দু মিয়ার বিদেশ সফর। নাটকটিতে চান্দু মিয়া চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। তার বিপরীতে অভিনয় করেছেন এ প্রজন্মের অভিনেত্রী সালহা খানম নাদিয়া।এ ছাড়া অভিনয় করেছেন আ খ ম হাসান, মম, শিউলী প্রমুখ। গ্রামের এক সহজ সরল যুবকের নাম চান্দু মিয়া। একদিন অনেক প্রয়োজনে একমাত্র ভাইয়ের কাছ থেকে টাকা চেয়ে সে পায় না। এরপর সে ইচ্ছে পোষণ করে যেভাবে হোক তাকে ধনী হতেই হবে। অভাব থেকে বাঁচার জন্য চান্দু মিয়া সিদ্ধান্ত নেয় সে বিদেশ যাবে। তাই জমি বন্ধক রেখে টাকা নিয়ে চলে আসে ঢাকায়। চাচাতো ভাই কবিরের বাসায় উঠে সে। এরপর ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা। এ রকম একটি গল্পের নাটক স¤প্রতি নির্মাণ করেছেন পরিচালক তারেক মিয়াজী। নাটকটি লিখেছেন সোহেল রানা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন