বিনোদন ডেস্ক: এনটিভিতে আজ রাত ১১.১০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘বুবুনের হানিমুন’। অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন-মোশাররফ করিম, ভাবনা, হারুন মাসুদ প্রমূখ। ‘বুবুন তার সদ্য বিয়ে করা স্ত্রীকে নিয়ে কক্সবাজার যাচ্ছে হানিমুন করার জন্য। শুধু স্ত্রীই নয়, সাথে আছে বুবুনের বাবা, মা, কাজের লোক এবং মামা। বাসে স্বভাবতই বুবুনের বসা উচিত তার স্ত্রীর পাশে, কিন্তু সে এসে বসে তার মায়ের পাশে। বাস এগোতে থাকে আর মাতৃভক্ত বুবুন একের পর এক ঘটনা ঘটাতে থাকে। অবশেষে বাস গিয়ে পৌঁছায় কক্সবাজার। বুবুনের এই অসহ্য বোকামীতে ত্যক্ত বিরক্ত তার সদ্য বিবাহিত স্ত্রী নীতু। সাথে গোদের উপর বিষ ফোঁড়ার মত লেগে আছে তার মা।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন