শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অবশেষে ১০০ কোটি ক্লাবে ‘টিউবলাইট’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৭, ১২:২৩ পিএম

এমন হবারই কথা ছিল। সালমান খানের চলচ্চিত্র বলে কথা। একটু বেগ পেতে হলেও শেষ পর্যন্ত ষষ্ঠ দিনে ১০০ কোটি ক্লাবে অন্তর্ভুক্ত হল বলিউড সুপারস্টারের ওয়ার-ড্রামা ধারার ফিল্ম ‘টিউবলাইট’।

২৩ জুন মুক্তি পাবার দিন ফিল্মটির আয় দেখে অনেকের ধারণা হয়েছিল ঈদের দিন থেকে ফিল্মটির আয়ে প্রাণ দেখা দেবে। কিন্তু বাস্তবে তা হয়নি। একই ধারায় ফিল্মটি আয় অব্যাহত থাকে। তবে সৌভাগ্যের কথা ছটির দিন শেষ হবার পর ফিল্মটির আয় ব্যাপকভাবে কমেনি।

সালমানের সাম্প্রতিক চলচ্চিত্রগুলো যেখানে তিন বা চার দিনে ১০০ কোটি রুপি আয়ের পর্যায় অতিক্রম করেছে সেখানে কেন এই ফিল্মটি এই ধারার ব্যতিক্রম হল? এর প্রধান কারণ সম্ভবত সমালোচকদের আনুকূল্য না পাওয়া। উল্লেখ্য গত তিন বছরে সালমানের ঈদের ফিল্মগুলো মাত্র তিনদিনেই এই লক্ষ্য অর্জন করেছে। ‘সুলতান’ (২০১৬) এই সময়সীমার আয় করেছে ১০৫.৫৩ কোটি রুপি, ‘বজরঙ্গি ভাইজান’ (২০১৫) ১০২.৬ কোটি রুপি এবং ‘এক থা টাইগার’ আয় করেছে ১০০.১৬ কোটি রুপি।

মুক্তির দিন থেকে মঙ্গলবার পর্যন্ত পাঁচদিন ‘টিউবলাইট’ আয় করেছে যথাক্রমে ২১.১৫ কোটি রুপি, ২১.১৭ কোটি রুপি, ২২.৪৫ কোটি রুপি (সপ্তাহান্তে : ৬৪.৭৭ কোটি রুপি) ১৯.০৯ কোটি এবং ১১.৯৫। বুধবার ফিল্মটির আয় (আনুমানিক) ১০ কোটি রুপি (১০৫.৮১ কোটি রুপি)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন