শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বলিউডের দুটি ফিল্ম মুক্তি পাচ্ছে আজ

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

আজ শুক্রবার আগামীকাল বলিউডে নির্মিত ‘এক হাসিনা থি এক দিওয়ানা থা’ এবং ‘শাব’ ফিল্ম দুটি মুক্তি পাচ্ছে।
শ্রী কৃষ্ণ ইন্টারন্যাশনালের ব্যানারে মুক্তি পাচ্ছে ‘এক হাসিনা থি এক দিওয়ানা থা। রোমান্স ড্রামা ফিল্মটি পরিচালনা ও প্রযোজনা করেছেন সুনীল দর্শন। অভিনয় করেছেন শিব দর্শন, নাতাশা ফারনান্দেস, উপেন পাটেল, ললিত মোহন তিওয়ারি, সোনি কওর, কৃষ্ণন ট্যান্ডন এবং সান মহাজন। সঙ্গীত পরিচালনায় নাদিম সাইফি।
থ্রিলার চলচ্চিত্র ‘শাব’ মুক্তি পাচ্ছে অ্যান্টিলক ফিল্মস এবং ডবিøউএসজি পিকচার্সের ব্যানারে। সঞ্জয় সুরি এবং অনির ফিল্মটি প্রযোজনা করেছেন। অনিরের পরিচালনায় অভিনয় করেছেন আশিস বিশ্ট, অর্পিতা চ্যাটার্জি, আরিজ গান্ধি, সঞ্জয় সুরি এবং রাবিনা ট্যান্ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন