বিনোদন রিপোর্ট: বাগেরহাট-২ আসন থেকে আওয়ামী লীগের পক্ষে সংসদ নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন চিত্রনায়ক শাকিল খান। সম্প্রতি ফেসবুকে তিনি তার এই ইচ্ছার কথা ব্যক্ত করে স্ট্যাটাস দিয়েছে। শাকিল খান বলেন, আমি মানুষের জন্য কাজ করতে চাই। সুযোগ পেলে কারো জন্য কিছু করার চেষ্টা করি। সেই ভাবনা থেকেই সংসদ নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা অনেক দিনের। এ জন্য একটু একটু করে প্রস্তুতি নিচ্ছি। সবকিছু ঠিক থাকলে আগামী নির্বাচনে অংশ নেব। তিনি বলেন, আওয়ামী লীগ থেকে নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা আছে। তাই বাগেরহাট ২ (বাগেরহাট সদর-কচুয়া উপজেলা) আসন থেকে মনোনয়ন প্রার্থী হচ্ছি। শাকিল খান চলচ্চিত্র থেকে এখন দূরে রয়েছেন। ব্যবসা-বাণিজ্য করছেন। পাশাপাশি সামাজিক কাজেও অংশ নিচ্ছেন। চট্টগ্রামে পাবলিক হাসপাতাল নামে একটি ক্লিনিক স্থাপন করেছেন, যেখান থেকে দুস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়। এছাড়া গাজীপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র স্থাপনের উদ্দেশে জমি কিনেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন