শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মিউজিক ভিডিওতে লতা মঙ্গেশকর ও শাওন চৌধুরীর গান

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: বছর দুয়েক আগে ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে প্রকাশিত হয় বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাওন চৌধুরীর একক অ্যালবাম ‘মনে রেখো পৃথিবী’। এ অ্যালবামে শাওন চৌধুরীর সঙ্গে ডুয়েট গান করেন ভারতের লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, হৈমন্তী শুক্লা, মিতালী মুখার্জি ও বাংলাদেশের সাবিনা ইয়াসমিন। সম্প্রতি লতা মঙ্গেশকরের সঙ্গে শাওন চৌধুরীর গাওয়া ‘কেন অমন করে’ গানটির ভিডিও নির্মিত হয়েছে। মিউজিক ভিডিওটির কনসেপ্ট এবং শিল্প নির্দেশনা দিয়েছেন শাওন চৌধুরী নিজেই। এছাড়া ভিডিওটিতে শাওন চৌধুরীর সঙ্গে অভিনয় করেছেন আমেরিকা প্রবাসী অভিনেত্রী শাহিদা। শাওন চৌধুরী বলেন, ‘লতাজির সঙ্গে ডুয়েট গান গাওয়াটা তো নিঃসন্দেহে বড় একটা অভিজ্ঞতা। এতদিন সবাই গানটির অডিও শুনলেও শিঘ্রই এর ভিডিও দেখতে পাবেন। আশা করছি অডিওটির মতো ভিডিওটিও সকলের কাছে সমাদৃত হবে।’ গানটির ভিডিও শীঘ্রই বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে বলে শাওন চৌধুরী জানিয়েছেন। উল্লেখ্য, ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী’র শিষ্য শাওন চৌধুরীই বাংলাদেশের একমাত্র কণ্ঠশিল্পী যিনি বিশ্বের কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকর এর সাথে দ্বৈতকণ্ঠে গান রেকর্ড করার সৌভাগ্য অর্জন করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন