কাজল আরেফিনের রচনা ও পরিচালনায় আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটক সাদা কাগজে সাজানো অনুভূতি। এতে অভিনয় করেছেন আফরান নিশো, এলভিন, ইরফান সাজ্জাদ প্রমুখ। মজনু একজন ডাক পিয়ন। মানুষের খবর, ভালো-মন্দ অনুভূতিগুলো পৌছেঁ দিতে পারে বলে নিজেকে সে ধন্য মনে করে। স্ত্রী বিপত্মীক হয়েছে তার অনেক আগে। প্রতি রাতে বাসায় ফিরে সে স্ত্রীর ছবির সাথে সারাদিনের সব গল্প করে। এভাবেই একদিন সে খেয়াল করে যে, কোন এক বাসার চিঠি বক্সে প্রতিদিন সে চিঠি রেখে আসে কিন্তু সে বাসায় সবসময়ই তালা লাগানো দেখে। একদিন সে চিঠিগুলো পড়ে দু’টি মানুষের প্রেমের কাহিনী জানতে পারে। যেখানে জোনাকী নামের এক মেয়েকে সবুজ নামের ছেলেটি ভীষণ ভালোবাসতো। কিন্তু জোনাকীর বাবার কারনে তাদের সেই সম্পর্ক বেশীদূর এগোতে পারেনি। কিন্তু তাদের ভালোবাসা থেকে যায়। প্রেরকের সূত্র ধরে মজনু চলে যায় জোনাকীর কাছে। জোনাকী এখন বৃদ্ধা। এত বছর পরেও প্রতিনিয়ত চিঠি লিখে যায় ভালোবাসার মানুষকে। কিন্তু সবুজ এখন কোথায়!
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন