ইনকিলাব ডেস্ক : গাজায় ফাতাহর সাবেক কর্মকর্তা মোহাম্মদ দাহলানকে নেতা হিসেবে নির্বাচিত করার পরিকল্পনা করছে ইসরাইল, মিসর ও সংযুক্ত আরব আমিরাত। গতকাল শুক্রবার ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ এর বরাতে একথা জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম। হারেৎজে প্রকাশিত এক কলামে মতামত পাতায় ইসরাইলি রাজনীতিবিদন ভি ব্যারেল বলেন, পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কর্তৃত্ব সরিয়ে দাহলানকে নেতা বানাতে চান তারা। তিনি বলেন, এই পরিকল্পনা সফল হবে কিনা এখনই এটা বলা সম্ভব নয়। গাজায় আধিপত্য বিস্তার করা মুক্তিকামী সংগঠন হামাস তাকে মেনে নাও নিতে পারে। তবে সফল হলে ব্যারেলের মতে, মিসর তাদের রাফা সীমান্ত খুলে দেবে এবং সেখানে একটি পাওয়ার স্টেশন বসাতে পারবে আরব আমিরাত। তিনি বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরিকল্পনা দাহলানকে প্রধান করে গাজায় রাষ্ট্র তৈরি করা। এতে করে গাজায় কাতার ও তুরস্কের ক্ষমতা কমে আসবে বলে মনে করেন ব্যারেল। তবে দাহলানকে নিয়োগ করা হলে মাহমুদ আব্বাসের সঙ্গে তার বৈরী সম্পর্কের কারণে পশ্চীম তীর থেকে গাজা আলাদা হয়ে যেতে পারে বলে জানান তিনি। ২০১১ সালে আব্বাসকে উৎখাতের অভিযোগ এনে ফাতাহ থেকে বহিষ্কার করা হয় দাহলানকে। ফিলিস্তিনিদের মাঝে তার জনপ্রিয়তাও নেই খুব বেশি। আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন