শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ট্রান্সফর্মার্স : দ্য লাস্ট নাইট

| প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

মাইকেল বে পরিচালিত সায়েন্স ফিকশন-অ্যাডভেঞ্চার ফিল্ম ‘ট্রান্সফর্মার্স : দ্য লাস্ট নাইট’। সিরিজের আগের তিনটি ফিল্ম ছাড়াও বে ‘আর্মাগেডন’, ‘পার্ল হারবার’, ‘দি আইল্যান্ড’ এবং ‘পেইন অ্যান্ড গেইন’ চলচ্চিত্রগুলো পরিচালনা করেছেন।
অপটিমাস প্রাইম তার বিধ্বস্ত গ্রহ সাইবাট্রনের খোঁজ পেয়েছে। সে তার গ্রহকে পুনরুজ্জীবিত করবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু তার গ্রহে প্রাণ সঞ্চার করার চাবি আছে পৃথিবীর পাতালে। সেটি একটি শক্তিশালী যন্ত্র। সেটি শুধু যে অপটিমাস প্রাইম আর বাম্বলবিসহ তার সঙ্গী অন্য সব অটোবটরা দখলে নিতে চায় তাই নয় ডিসেপ্টিকনদের উদ্দেশ্যও তাই এটি দখলে থাকলে তারাই সাইবাট্রন আর মহাবিশ্ব নিয়ন্ত্রণ করবে। অটোবটদের দলে যোগ দিয়েছে কেইড ইয়েগার (মার্ক ওয়ালবার্গ)। অন্যদিকে এক ইংরেজ লর্ড (স্যার অ্যান্থনি হপকিন্স) এবং এক অক্সফোর্ড অধ্যাপকও (লরা হ্যাডক) ট্রান্সফর্মার্সদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। তাদের সবার উদ্দেশ্য পৃথিবীপৃষ্ঠে ট্রান্সফর্মার্সদের ইতিহাস জানা, কারণ তা জানলেই সব সূত্র পাওয়া যাবে।
হলিউড শীর্ষ পাঁচ
১। ট্রান্সফর্মার্স : দ্য লাস্ট নাইট
২। র্কাস থ্রি
৩। ওয়ান্ডার উওম্যান
৪। ফর্টি সেভেন মিটার্স ডাউন
৫। দ্য মামি

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন