শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জুয়েল-কণা’র মিউজিক ভিডিও গার্ডেন গার্ডেন

| প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ‘ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে সঙ্গীত শিল্পী জুয়েল মোর্শেদ ও কণার গাওয়া নতুন গান ‘গার্ডেন গার্ডেন’। ‘দেখলে তোমায় মনটা আমার/ গার্ডেন গার্ডেন হয়ে যায়’ এমন কথার গানটি লিখেছেন, সুর করেছেন এবং সঙ্গীতায়জন করেছেন বিবেক। পাঁচ মিনিটের এই মিউজিক ভিডিওটি বড় পরিসরে ধারণ করা হয়। বিয়ে বাড়ির সেট ফেলে গায়ে হলুদ দেয়া থেকে শুরু করে বিয়ে, তারপর বিদায় পর্যন্ত মিউজিক ভিডিওটির গল্প সাজানো হয়েছে। পুরো দৃশ্য ধারণ করা হয়েছে পূবাইলের একটি শূটিং হাউসে। ভিডিওতে নেচেছেন এবং গেয়েছেন জুয়েল মোর্শেদ ও কণা। ভিডিওতে অংশগ্রহণ করেছেন লাক্স তারকা সানু, অভিনেত্রী শারমিন শীলা, চিত্রনায়িকা শাবনুরের বোন মৌ, সংগীতশিল্পী পূজা, তানজীব সারোয়ারসহ আরও অনেকেই। এছাড়াও জুয়েল মোর্শেদের স্ত্রী লাভলীও গানটির মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন। মিউজিক ভিভিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। জুয়েল মোর্শেদ বলেন, ‘গার্ডেন গার্ডেন’ উৎসবের গান। প্রেমের গান। মজার গান। তাই এই গানটির ভিডিও নির্মান করা হয়েছে উৎসব, প্রেম আর মজার গল্প নিয়ে। যা দর্শক-শ্রোতাদের পরিপূর্ণ বিনোদন দিবে আমার বিশ্বাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন