বিনোদন ডেস্ক: আগামী ৩ জুলাই দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ১৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে। ‘সময়ের সাথে আগামীর পথে’ শ্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে চ্যানেলটি। পরের বছর ১ জানুয়ারি থেকে ২৪ ঘণ্টার স¤প্রচার শুরু করে। দেশীয় চ্যানেলগুলোর মধ্যে এনটিভিই প্রথম ২০১১ সালের ৮ সেপ্টেম্বর অর্জন করে আইএসও সনদ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আগামী ৩ জুলাই ভোর ৬.১৫ মিনিটে প্রচার হবে জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর একক সঙ্গীতানুষ্ঠান ‘কবিতা পড়ার প্রহর’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় এই অনুষ্ঠানে প্রয়াত কণ্ঠশিল্পী লাকী আখন্দের সুরারোপিত জনপ্রিয় কিছু গান পরিবেশন করবেন শিল্পী সামিনা চৌধুরী। ভোর ৬.৫৫ মিনিটে প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নিতি নৃত্যে’। ওয়াহিদুল ইসলাম শুভ্র’র প্রযোজনায় অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন- মেহজাবিন, সাবিলা নূর, তানজিন তিশা, রথি, অনন্যা ও তিথি কবির। এই অনুষ্ঠানে জনপ্রিয় গানের সাথে নৃত্য পরিবেশন করেছেন শিল্পীরা। সকাল ৮.২০ মিনিটে এনটিভি’র ষ্টুডিও থেকে সরাসরি স¤প্রপ্রচারিত হবে প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান ‘আজ সকালের গানে’র বিশেষ পর্ব। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন লুইপা। বিশেষ এই পর্বে গান পরিবেশন করবেন শিল্পী ফাহমিদা নবী। সকাল ৮.৪৫ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘মাই নেম ইজ খান’। বদিউল আলম খোকনের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন- শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, নূতন, প্রবীর মিত্র, উজ্জল, সোহেল রানা প্রমূখ। দুপুর ১২.২০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘তারার সাথে তারার গল্প’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শারমিন লাকী। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন- অভিনেতা মোশাররফ করিম, রওনক হাসান ও দীপঙ্কর দীপন, সঙ্গীতশিল্পী পুতুল ও মাহাদী। দুপুর ১.০৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘অন্তরতর আজ গানের ভুবন’। আরিফ খানের পরিচালনায় এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লা। ৪৫ মিনিটের এই অনুষ্ঠানে শিল্পীদ্বয় মোট ১০টি জনপ্রিয় গান পরিবেশন করেছেন। দুপুর ২.৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘মৌরানী’। আনিসুল হকের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। অভিনয় করেছেন- রিয়াজ, তিশা, মৌসুমী হামিদ, ড. ইনামুল হক, আজাদ আবুল কালাম, মাজনুন মিজান প্রমূখ। সন্ধ্যা ৬.৪৫ মিনিটে প্রচার হবে একক নৃত্যানুষ্ঠান ‘ছন্দে জাগে প্রাণ’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জোনায়েদ বিন জিয়া। কোরিওগ্রাফার কবিরুল ইসলাম রতনের নৃত্য পরিকল্পনায় এই অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশন করেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম। রাত ৯.০৫ মিনিটে প্রচার হবে ‘ভালোবাসি আজও’। জাফরীন সাদিয়া’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমূল হক বাপ্পী। অভিনয় করেছেন- অপূর্ব, মেহজাবিন, নাঈম, কাজী উজ্জ্বল প্রমূখ। রাত ১১.৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘১৫ বছরে এনটিভি: গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ’। সাংবাদিক জহিরুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আহসানুল হক পলাশ। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ডেইলী স্টার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মাহফুজ আনাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও সিপিডি’র সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন