শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শর্মিলা ঠাকুরের সঙ্গে একমঞ্চে নাচবেন পাঁচ অভিনেত্রী

| প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: বলিউডের বিশিষ্ট অভিনেত্রী শর্মিলা ঠাকুর প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। ১৫ জুলাই বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য ‘শর্মিলী ঠাকুর-জিৎ গাঙ্গুলী লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টে মঞ্চে পারফর্ম করবেন তিনি। তার সঙ্গে তারই সিনেমার গানে মঞ্চে নাচবেন বাংলাদেশী পাঁচ অভিনেত্রী তারিন, নিপূণ, চাঁদনী নাদিয়া ও মেহজাবিন। ইতোমধ্যে শর্মিলার সঙ্গে নাচে পারফর্ম করার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে কনসার্ট আয়োজক কর্তৃপক্ষ চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট। অনুষ্ঠানে অংশ নেয়ার উদ্দেশ্যে ১৪ জুলাই ঢাকা আসবেন শর্মিলা ঠাকুর। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির সিইও অনন্যা রুমা বলেন, ‘১৪ জুলাই শর্মিলা ঠাকুর ঢাকা আসছেন। আমরা এরইমধ্যে বাংলাদেশী তারকাদের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছি। পারফর্মেন্সের জন্য রিহার্সেলও শুরু হয়েছে। আশা করছি সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিতে পারব।’ এ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশে গাইতে আসছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলী এবং ভারতীয় রিয়েলিটি শো সারেগামাপা’র রানার্সআপ দোয়েল গোস্বামী। দর্শনীর বিনিময়ে কনসার্টটি উপভোগ করা যাবে বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন