বিনোদন রিপোর্ট: এই সময়ের আলোচিত সুরকার ও সঙ্গীতশিল্পী বেলাল খান ২০১৪ সালে মাসুদ পথিক পরিচালিত ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সুরকার হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এর পরপরই বলেছিলেন, আগামী দিনগুলোতে খুব ভেবে চিন্তে গানের কাজ করবেন এবং কোন কম্প্রোমাইজ ছাড়াই কাজ করবেন। কিন্তু বিগত দিনগুলোতে তা পেরে উঠতে পারছিলেন না। কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবার পর ভেবেছিলাম আরো বেছে বেছে মনের মতো কাজ করবো। কিন্তু পেরে উঠতে পারছিলাম না। কম্প্রোমাইজ করেই কাজ করতে হচ্ছিলো। কিন্তু এবার আর নয়। কোনভাবেই নিজের ভালো লাগা ছাড়া আর কাজ করবো না। প্রয়োজেন কম কাজ করবো, কিন্তু ভালো কাজ করবো, ভালো গান শ্রোতাদের উপহার দিবো।’ এবারের ঈদে একেবারেই নতুন একটি গান শ্রোতা দর্শককে উপহার দিয়েছেন। ‘যাবো বাড়ি’ শিরোনামের এই গানটি এরইমধ্যে ঈদের আগ থেকে এখন পর্যন্ত তিন লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটি লিখেছেন সোমেশ্বর অলি, সুর সঙ্গীত করেছেন বেলাল খান নিজেই। এছাড়া বেলাল খানের দ্বিতীয় একক’র ‘একটা বিকেল’ গানটিরও মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ পেয়েছে। গানটি লিখেছেন আব্দুল কাদের মোল্লা এবং যথারীতি সুর সঙ্গীত বেলালের। দুটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির ও চন্দন রায় চৌধুরী। এদিকে আসছে কোরবানী ঈদে বেলাল খান তার তৃতীয় একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন। অ্যালবামে মোট গান থাকবে পাঁচটি। তার দুটি একক অ্যালবাম হচ্ছে ‘আলাপন’ ও ‘আর একটি বার’। এদিকে সম্প্রতি বেলাল খান সাবরিনের গাওয়া ‘পাতার বাঁশি’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। গানটি লিখেছেন এ মিজান, সুর করেছেন বেলাল খান। বেলাল সর্বশেষ মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’ চলচ্চিত্রে নিজের সুর সঙ্গীতে ঐশীর সঙ্গে প্লে-ব্যাক করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন