শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

টুটুল-তানিয়ার ইউটিউব চ্যানেল

| প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন: ইউটিউব চ্যানেল খুললেন এস আই টুটুল ও তানিয়া দম্পতি। তাদের চ্যানেলের নাম হাই ফাইভ এন্টারটেইনমেন্ট। নতুন পুরোনো শিল্পীদের নানান ধরনের অনুষ্ঠান নিয়ে সাজানো হবে এই ইউটিউব চ্যানেল। চ্যানেলটির যাত্রা শুরু হয়েছে গত শুক্রবার থেকে। চ্যানেলেটিতে নতুন পুরোনো শিল্পীদের ওয়েব ড্রামা, বিনোদন মূলক ম্যাগাজিন অনুষ্ঠান, নতুন গানের মিউজিক ভিডিও , নতুন শিল্পীদের মিউজিক ভিডিও, ড্রেস ডিজাইনের উপর ভিত্তি করে ভিন্নধর্মী অনুষ্ঠান’সহ আরো নানা ধরনের অনুষ্ঠানে এই ইউটিউব চ্যানেলে স্থান পাবে বলে জানান টুটুল তানিয়া। এরইমধ্যে চ্যানেলটি নিয়ে অনেকের মধ্যেই আগ্রহ জন্মেছে। চ্যানেলটি নিয়ে আশাবাদী টুটুল-তানিয়া। এস আই টুটুল বলেন, ‘আমার এমন অনেক গান আছে অনেক কোম্পানী আমার স্বাক্ষর নকল করে কোনরকম চুক্তি ছাড়াই ইউটিউব বা তাদের নিজস্ব চ্যানেলে আপলোড করছে। আমি চাইলেই মামলা করতে পারি। কিন্তু আমি কোনরকম ঝামেলায় যেতে চাই না। তাই এখন থেকে আমার নতুন গান আমার চ্যানেলেই প্রকাশ পাবে। যদি কেউ নিয়মনীতি মেনে আমার সঙ্গে গান করেন, তাহলে অন্যদের চ্যানেলে বা প্রতিষ্ঠানের জন্যও গান করবো। তবে প্লে-ব্যাক বা অন্য কারো সঙ্গে গান করার বিষয়টি আলাদা। আামাদের চ্যানেলে নতুনদের সুযোগ দেয়া হবে গানে এবং অভিনয়ে। আমরা চাই যাদের নিজেদের সামর্থ নেই কাজ করার তাদের পাশে থাকার। আবার এটিও বলতে চাই এই চ্যানেলটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান।’ তানিয়া আহমেদ বলেন, ‘সবেমাত্র শুরু করেছি। তবে আমাদের এই চ্যানেল নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী। দর্শকের বিনোদনের কথা ভেবেই আমরা এই চ্যানেলেটির যাত্রা শুরু করেছি। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে দর্শককে বিনোদন দেয়া। বিজ্ঞাপনের যন্ত্রনা থেকে দর্শককে বিরত রেখে ভালো ভালো অনুষ্ঠান, গান দর্শককে উপহার দিতে চাই। আমার বিশ্বাস সবাই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন