শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ক্যান্সার নিয়ে এমরান হাশমির প্রামাণ্য চলচ্চিত্র

প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১০:০৩ পিএম, ৩ জুলাই, ২০১৭

ছেলে আয়ানের ক্যান্সার চিকিৎসা নিয়ে একটি বই লিখেছেন বলিউড অভিনেতা এমরান হাশমি। এবার তিনি দুরারোগ্য ব্যাধিটি নিয়ে একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন।
“একটি প্রামাণ্য চলচ্চিত্র নিয়ে কাজ শুরু করেছি। এটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে। ‘সি ওয়ার্ড’ (ক্যান্সার) নিয়ে সচেতনতা সৃষ্টি করা জরুরি.” এমরান টুইট করেছেন।
এমরান ও পারভিন শাহানি দম্পতির প্রথম সন্তান আয়ানের জন্ম ২০১০ সালে। ২০১৪’র প্রথম দিকে মাত্র চার বছর বয়সে তার স্টেজ ওয়ান ক্যান্সার নির্ণীত হয়।
রোগটি নিয়ে সচেতনতা সৃষ্টি এবং তার পরিবারের তা নিয়ে তার পরিবারের প্রতিকূলতার কাহিনী সবাইকে জানাবার প্রত্যাশায় এমরান গত বছর ‘দ্য কিস অফ লাইফ : হাউ এ সুপারহিরো অ্যান্ড মাই সান ডিফিটেড ক্যান্সার’ নামে একটি বই প্রকাশ করেন। এই বইটিতে তার নিজের ক্যারিয়ার, পরিবার, তার ছেলের জন্ম, ক্যান্সার রোগ এবং তার চিকিৎসার মত বিষয়গুলো উঠে এসেছে।
প্রতিবেদন থেকে জানা গেছে প্রামাণ্য চলচ্চিত্রটির সম্ভাব্য নাম- ‘দ্য সি ওয়ার্ড’। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নির্মাণ শুরু করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন