বিনোদন রিপোর্ট: জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক অনন্ত জলিলের সিনেমায় অভিনয় করতে পারেন অপু বিশ্বাস। এমন আভাস পাওয়া গেছে। অনন্ত জলিলের পরবর্তী সিনেমা দ্য স্পাই-অগ্রযাত্রার মহানায়ক সিনেমায় তিনি অভিনয় করতে পারেন। এ সিনেমায় একটি বিশেষ চরিত্রে তাকে দেখা যেতে পারে। অনন্ত বলেন, অপু একজন ভাল অভিনেত্রী। আমাদের সিনেমায় অভিনয় করলে ভালই হবে। তাকে নেয়ার চিন্তা-ভাবনা করছি। আশা করছি, আমরা দর্শকদের বরাবরের মতোই একটি বøকবাস্টার সিনেমা উপহার দিতে পারব। অপু বলেন, 'একজন অভিনেত্রী হিসেবে আমি যে কারো সঙ্গে অভিনয় করতে পারি। অনন্ত ভাই ও বর্ষা আপু অনেক ভালো মানুষ। তাদের সঙ্গে না মিশলে বিষয়টি কখনো বুঝতে পারতাম না। সিনেমায় অভিনয়ের ব্যাপারে সেভাবে কথা হয়নি। তবে তারা যদি আমাকে নিয়ে কাজ করেন তা হলে কোনো আপত্তি নেই। এদিকে দ্য স্পাই সিনেমার নির্মাণের প্রস্তুতি পুরোদমে চলছে। সবকিছু ঠিক থাকলে এ বছরের সেপ্টেম্বরের দিকে সিনেমাটির শূটিং শুরু হতে পারে। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় জুটি অনন্ত ও বর্ষা। সিনেমার শূটিং দেশ ও দেশের বাইরে বিভিন্ন লোকেশনে হবে। হাই টেকনোলজি ব্যবহার করা হবে। অনন্ত জানিয়েছেন, সিনেমাটি হবে বাংলাদেশের চলচ্চিত্রে এক ইতিহাস। এ ধরনের সিনেমা বাংলাদেশে এর আগে হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন