বিনোদন রিপোর্ট: বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত ৩০ জুন তার বাগদান হয়। বরের নাম সাব্বির চৌধুরী। তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে চাকরি করেন। পাশাপাশি বেশকিছু টিভি নাটকও প্রযোজনা করেছেন। আগামী বছরে বিয়ের সকল কাজ স¤পন্ন হবে বলে জানিয়েছেন তানিয়া বৃষ্টি। তিনি বলেন, পারিবারিকভাবে সাব্বিরের সঙ্গে বাগদান হয়েছে। তবে তার সঙ্গে আগে থেকে পরিচয় ছিল আমার। সাব্বিবের প্রযোজনায় আমি বেশকিছু নাটকে অভিনয় করেছি। সেখান থেকে তার সঙ্গে আমার পরিচয়। এরপর দুজনের মধ্যে ভালো একটি স¤পর্ক গড়ে উঠে। কিছুদিন আগে আমরা দুজনেই নিজেদের পরিবারকে বিয়ে করার কাথা জানাই। দুই পরিবার সবকিছু বিবেচনা করে আমাদের বিয়েতে সম্মতি দিয়েছে। উল্লেখ্য, ২০১২ সালে ভিট চ্যানেল আই টপ মডেল দ্বিতীয় রানার আপের পুরস্কার অর্জন করেন তানিয়া বৃষ্টি। এরপর ছোট পর্দায় তিনি নিয়মিত কাজ করছেন। পাশাপাশি বড় পর্দাতেও বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত ঘাসফুল, আয়না সুন্দরী’, লাভার নাম্বার ওয়ান, যদি তুমি জানতে সিনেমাগুলো মুক্তি পেয়েছে। এছাড়া পরিচালক সোহানুর রহমান সোহানের মুক্তি প্রতিক্ষীত অবলা নারী সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন