বিনোদন রিপোর্ট: একজন রান্না করতে পছন্দ করেন। আরেকজন পছন্দ করেন ঘুরে বেড়াতে আর ছবি তুলতে। তাদের সম্পর্ক বন্ধুত্বের। এই দুই বন্ধু ঘুরে বেড়িয়েছেন দেশের নানান জায়গার দর্শনীয় স্থানে। ঘুরে বেড়িয়েছেন, ছবি তুলেছেন, রান্না করেছেন, খেয়েছেনও। দুই বন্ধুর এমন সব কর্মকান্ড নিয়েই নির্মিত হলো ‘সেভেন আপ এফএনএফ জার্নি’ সিজন-২। জিটিভির জন্য নির্মিত হলো অনুষ্ঠানটি। দুই বন্ধু আল মামনুন জামান ও ফারজানা রিক্তা মিলেই উপস্থাপনা করলেন নতুন ট্রাভেল, ফুড অ্যান্ড ফান শো ‘সেভেন আপ এফএনএফ জার্নি’ সিজন-২। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম সাইফ্। ইতিমধ্যে অনুষ্ঠানটির বেশ কয়েকটি পর্ব চিত্রায়ণ করা হয়েছে। অনুষ্ঠানটির প্রথম পর্ব ধারণ করা হয়েছে বরিশালে। এ ছাড়াও বাংলাদেশের একমাত্র বদ্বীপ ভোলা, সাগর কন্যা কুয়াকাটা, সীতাকুন্ড, মাধবকুন্ড, চট্টগাম, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি সহ বেশ কয়েকটি দর্শনীয় স্থানে শূটিং হয়েছে। রাঙামাটির সাজেক ভ্যালীতে চিত্রায়িত হয়েছে বিশেষ একটি পর্ব। প্রযোজক জানান, পর্যায়ক্রমে পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে অনুষ্ঠানটির চিত্রায়ণ করা হবে। উল্লেখ্য, বাংলাদেশের দর্শনীয় স্থান, ঐতিহ্যবাহী খাবার এবং প্রতিটি অঞ্চলের নিজস্ব সংস্কৃতিকে দর্শকদের কাছে পরিচিত করাই অনুষ্ঠানের মূল লক্ষ্য। ‘সেভেন আপ এফ এন এফ জার্নি’ সিজন-২ প্রতি মঙ্গলবার ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে জিটিভিতে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন