শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘দ্য এক্স-ফাইলস’-এর সমালোচনায় জিলিয়ান অ্যান্ডারসন

| প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

নতুন ‘দ্য এক্স-ফাইলস’ মৌসুমে কাহিনীকারদের সবাই পুরুষ বলে সমালোচনা করেছেন সিরিজটি প্রধান দুই অভিনয়শিল্পীর একজন জিলিয়ান অ্যান্ডারসন।
প্যারানরমাল-ভিত্তিক সিরিজ ও চলচ্চিত্রগুলোতে অ্যান্ডারসন (৪৮) এফবিআই এজেন্ট ডেনা স্কালির ভূমিকায় অভিনয় করে থাকেন। তার পার্টনার এজেন্ট ফক্স মুল্ডারের ভূমিকায় অভিনয় করেন ডেভিড ডিউকভনি। তারটি সিরিজের দুই চরিত্রের একটি হলেও তিনি এতে নারীর প্রতিনিধিত্বের স্বল্পতার সমালোচনা করেছেন।
ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে সাড়া দিতে গিয়ে জিলিয়ান টুইট করেছেন : “২০৭ পর্বের মাত্র ২টি নারীরা পরিচালনা করেছেন। এই সংখ্যাটি পরিবর্তন হবে এমন দিনের অপেক্ষায় আছি।”
মার্কিন স¤প্রচার নেটওয়ার্ক ফক্স গত এপ্রিলে নিশ্চিত করেছে ‘দ্য এক্স-ফাইলস’ সিরিজের নতুন একটি মৌসুম ফিরছে। আর তাতে ডেনা চরিত্রে ফিরবেন জিলিয়ান। ১০ পর্বের সিরিজটি এই বছর বা পরের বছর প্রচারিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন