শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

নিরস্ত্র আফগান হত্যার অভিযোগ ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে

| প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগ উঠেছে ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে। ব্রিটিশ দৈনিক সানডে টাইমস যুক্তরাজ্যের স্পেশাল ফোর্সের আইন বহির্ভূতভাবে হত্যাকাÐের বিষয়ে এক পৃথক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্রিটিশ রাজকীয় সামরিক পুলিশ এসব অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি। খবরে বলা হয়েছে, ২০১৫ সালে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ২০১৬ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে ৬০০টি বিচার বহির্ভূত হত্যাকাÐের অভিযোগ দায়ের করা হয়। ২০১১ সালে এক আফগান পরিবারের চার সদস্যকে হত্যা করা হয়। ওই পরিবারের বেঁচে যাওয়া সদস্য বিবিসিকে জানিয়েছেন, ওই রাতে তার চোখ বেঁধে একটি কক্ষে ফেলে রাখা হয়। তিনি বলেন, ভোরে তারা ফিরে এসে আমাকে বলে যে, তারা চলে যাওয়ার আগ পর্যন্ত আমি যেন ঘর থেকে বের না হই। হেলিকপ্টার চলে যাওয়ার পর আমি ঘর থেকে বের হয়ে দেখতে পাই তারা আমার বাবা, দুই ভাই ও চাচাতো ভাইকে গুলি করে হত্যা করেছে। ওই অভিযানটি চালিয়েছিল বিশেষ বাহিনী এবং তাদের বিরুদ্ধে বর্তমানে তদন্ত চলছে। প্রাক্তন ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা ক্রিস গ্রিন আফগানিস্তানে একসময় দায়িত্ব পালন করেছেন। তিনি জানিয়েছেন, বিশেষ বাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ওঠার পর তিনি এ বিষয়ে তদন্ত করতে চেয়েছিলেন। তবে তাকে এ ব্যাপারে বাধা দেওয়া হয়। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন