এক সরল তরুণী নাতাশ (নাতাশা ফারনান্দেজ)। পৈত্রিক বাসস্থান মাউন্ট ইউনিক এস্টেটে ফিরেছে এবার অন্য এক উদ্দেশ্যে। সানির (উপেন পাটেল) সঙ্গে তার বাগদান হয়েছে। আর বিয়েটা হবে এখানেই। কিন্তু সমস্যা হল এসেই সে তাদের আস্তাবলের ঘোড়া দেখাশোনা করে যে তরুণ তার প্রেমে পড়ে যায়। নাতাশার চোখে দেবধর ওরফে দেবের (শিব দর্শন) মত মানুষই হয় না। তার ধারণা দেবই তার নিয়তি। তার বিশ্বাস আগের জন্মে তারা এক হতে পারেনি তাই এই জীবনে তাদের মিলন হবে। কিন্তু দেবের পরিচয় কী? সে কি একজন প্রতারক? নাকি, এক অতিপ্রাকৃতিক সত্তা? হতে পারে সে নাতাশার কল্পনার এক পুরুষ। যুক্তি আর আবেগের মধ্যে বিভক্ত হয়ে পড়ে নাতাশা। সে যখন প্রেমের মোহে বাঁধা পড়ে তখনও অনুভব করে এখান থেকে বেরিয়ে আসা তার জন্য কতটা কঠিন।
বলিউড শীর্ষ পাঁচ
১। টিউবলাইট
২। ব্যাংক চোর
৩। ফুল্লু
৪। রাবতা
৫। এক হাসিনা থি এক দিওয়ানা থা
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন