বিনোদন ডেস্ক: বাংলাদেশ হাই কমিশন সিঙ্গাপুর, সিঙ্গাপুর চায়নিজ কালচারাল সেন্টার মিলনায়তনে ‘বাংলাদেশ রজনী’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আজ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষে বাংলাদেশের ১৬ সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক প্রতিনিধি দল শিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। দলের সদস্যবৃন্দ হলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ ফয়জুর রহমান ফারুকী(দলনেতা), একই মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব আব্দুল মান্নান ইলিয়াস (সদস্য), সিনিয়র সহকারী সচিব ভেনিসা রড্রিক্স (সদস্য) এবং দিনাত জাহান মুন্নী (কন্ঠশিল্পী), মোঃ পারভেজ সাজ্জাদ (কন্ঠশিল্পী), সুকোমর ইফতেখার কাকন (নৃতশিল্পী), ¯œাতা শাহরীন (নৃত্যশিল্পী), লাইলা ইয়াসমিন লাবন্য (নৃত্যশিল্পী), নিয়ামুজ ইমন নাইম (নৃত্যশিল্পী), ইমন আহমেদ (নৃত্যশিল্পী), রুহী আফসানা দীপ্তি (নৃত্যশিল্পী), শাকিল মোহাম্মদ সাবের উদ্দীন (যন্ত্রশিল্পী-গীটার), মোঃ নুরআলম (যন্ত্রশিল্পী-কিবোর্ড), মোঃ হাসান আলী (যন্ত্রশিল্পী-বাঁশী), মোঃ আলমগীর হোসেন (যন্ত্রশিল্পী-অক্টোপ্যাড) ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল হাসান মিলন (কো-অর্ডিনেটর) হিসেবে দায়িত্ব পালন করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন