বিনোদন ডেস্ক: এবারের ঈদে জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েবের প্রায় দুই ডজন নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হয়। নাটকগুলোতে ডি এ তায়েবের ভিন্ন ভিন্ন ও ব্যতিক্রমী চরিত্রে অভিনয় দর্শক বেশ উপভোগ করেন। প্রচার হওয়ার পর তিনি ফোনে এবং ফেসবুকের মাধ্যমে দর্শকদের ব্যাপক প্রতিক্রিয়া পাচ্ছেন। এবার ঈদে তার প্রচারিত উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে চ্যানেল আইতে দেশের নায়ক, এটিএনে বুকে তার চন্দনের গ্রাণ, বৈশাখিতে সেই তুমি এলে, ভালোবাসার দুই ভুবন এবং পানি বাবা, এশিয়ান টিভিতে নাটক শূন্যতা। ডি এ তায়েব বলেন, আজকের এই ডি এ তায়েব দর্শকের সৃষ্টি। তাদের ভালবাসাই ডি এ তায়েবের পথচলা। আমি সবসময়ই চেষ্টা করেছি আমার অভিনয় দিয়ে তাদের ভালবাসাকে মূল্যায়ণ করছি। এবার তাদের কাছ থেকে যে ভালবাসা পেয়েছি, তা অভূতপূর্ব। আমাকে আরও দায়িত্বশীল এবং ভাল কাজ করার অনুপ্রেরণা যুগিয়েছে। আমি তাদের এ ভালবাসা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হিসেবে থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন