নিজের আবেগ বা ম প্রকাশে কখনও দ্বিধা করেন না অভিনেত্রী-মডেল কারা ডেলিভিন। এরপরও কান্নাকাটি করা তার জন্য খুব কঠিন বলে তিনি জানান। তিনি বলেন সবার সামনে তার আবেগগত দুর্বলতা প্রকাশেই তার সব আপত্তি।
“এমনকি মাত্র একজন মানুষের সামনেও কানড়বা করা আমার জন্য কঠিন। যদি কাঁদি তবে আমি একাই কাঁদতে চাই। আমার কাছে কানড়বা করা অর্থ হল, আমাকে এটা করতেই হবে, মনে মনে তা করতে হবে, নিজের ওপর নির্যাতন করে জঘন্য রকম অনুভব করা। তবে আমি শিখেছি নিজেকে সবার সামনে কখনও দুর্বল হিসেবে প্রমাণ করা যাবে না, সবল থাকতে হবে,” ডেলিভিন বলেন।
তিনি আরও বলেন, “ভেতরে ভেতরে আমার অনেক ভীতি আছে। এমন এক শিল্পে কাজ করি যেখানে অন্যদের আমল দিয়ে চলতে হয় আর আমি সবসময় নার্ভাস থাকি। তা যদি স্বীকার না করি তাহলে তা প্রকাশ পেয়ে যায়। যখন ভান করি এমন অবস্থা নেই তখনও তা প্রকাশ পায়। তখনও ভেঙে পড়ার অবস্থা হয়।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন