শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিয়ের জন্য বাবা-মায়ের চাপ নেই -রণবীর কাপুর

| প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স¤প্রতি কিছু প্রতিবেদনে প্রকাশ পেয়েছে বলিউড তারকা রণবীর কাপুর বিয়ে করে থিতু হবার পরিকল্পনা করছেন। এমন এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কিছুদিন আগে অভিনেতাটি তার মা নিতু কাপুরের সঙ্গে লন্ডনে গিয়েছিলেন শুধু তার কনে দেখার জন্য।
এসব রটনা থেকেই জানা গেছে রণবীর তার বাবা-মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
স্বাভাবিকভাবেই এসব গুজব আর প্রতিবেদন রণবীরের নজরে এসেছে এবং তিনি তার সব বাতিল করে দিয়েছেন। তিনি বিষয়টি সম্পর্কে বলেন, “আমি যদি বিয়ে করি তাহলে তা গোপন করব কেন? বশ কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আমার মা শুধু আমার কনে দেখার জন্য লন্ডন গিয়েছে। পারিবারিকভাবে বিয়ের আয়োজনের মত কোনও ঘটনা ঘটেনি।”
রণবীর আরও বলেন বিয়ে করার জন্য তার ওপর কোনও পারিবারিক চাপ নেই। “আমার বাবা-মা আমার ওপর বিয়ের জন্য কোনও রকম চাপ দেয় না। আমার দাদীও না। তারা এই ব্যাপারটি আমার ওপরই ছেড়ে দিয়েছে। আমি যে নারীকে ভালবাসি তাকেই বিয়ে করব। এই বিষয়টি এমনই সরল,” রণবীর আরও বলেন।
প্রথমে দীপিকা পাডুকোন আর সবশেষে ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেম করার পর রণবীর এখন সঙ্গীহীন আছেন।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন