বিনোদন রিপোর্ট: বড়বোন আলতা, ছোটবোন বানু। তাদের গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র আলতাবানু। সিনেমাটি নির্মাণ করছেন অরুণ চৌধুরী। আলতা চরিত্রে অভিনয় করছেন জাকীয়া বারী মম ও তার ছোটবোনের চরিত্রে আছেন ফারজানা রিক্তা। দুই নায়িকার বিপরীতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন। প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। নির্মাতা বলেন, বড়বোনের বিয়ের ঘটনার সূত্র ধরে হঠাৎ হারিয়ে যায় ছোটবোন। তাকে খুঁজতে বের হয় আলতা। তারপর কী হয় দেখতে হবে পর্দায়। মানিকগঞ্জে এ ছবির কাজ শুরু হয়েছে। ২২ জুলাই পর্যন্ত টানা শূটিং চলবে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শামিমা নাজনীন, আহসানুল হক ও রাইসুল ইসলাম আসাদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন