বিনোদন রিপোর্ট: শাবানা, আলমগীর ও রুনা লায়লা বাংলাদেশের সিনেমা ও সঙ্গীত জগতের তিন কিংবদন্তী। এই তিন কিংবদন্তী সম্প্রতি এক হয়েছিলেন। মাসখানেক আগে ঢাকায় এসেছেন শাবানা। তাকে বাসায় আমন্ত্রণ জানান আলমগীর-রুনা লায়লা দ¤পতি। গত বৃহ¯পতিবার সন্ধ্যায় রুনা লায়লার মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ের বাসায় স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে হাজির হন শাবানা। আরো ছিলেন কণ্ঠশিল্পী নাশিদ কামাল ও আঁখি আলমগীর। সেখানে তারা একসঙ্গে চমৎকার সময় কাটান। একে অপরের স্মৃতিচারণ করেন। তাদের এই মিলনমেলার ছবি অনলাইনে আপলোড করা হয়। উল্লেখ্য, দেড় যুগ আগে সিনেমা থেকে বিদায় নেন শাবানা। স্থায়ী হন যুক্তরাষ্ট্রে। মাঝে মাঝে ঢাকায় এলেও প্রকাশ্যে খুব কম আসেন। তবে সম্প্রতি আলমগীর, মৌসুমী, ওয়াহিদ সাদিক ও মুশফিকুর রহমান গুলজারকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন শাবানা। তিনি পরিচালক আজিজুর রহমানের অসুস্থতার কথা জানান। এ নির্মাতার জন্য প্রধানমন্ত্রী ২০ লাখ টাকা অনুদান দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন