রিচা চাদ্দা আর অঙ্গদ বেদি স¤প্রতি একটি ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করা শুরু করার পর থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে তার দুজন তাদের প্রায়ই মধ্যাহ্ন আর নৈশভোজে একসঙ্গে দেখা যাচ্ছে। কিছুদিন আগে অঙ্গদ রিচাকে তার নতুন বাসায় উঠতে সাহায্য করেছেন বলেও জানা গেছে।
দুজনের এক অভিন্ন বন্ধু বলেছে, “রিচা স¤প্রতি ভারসোবাতে বাসা নিয়েছে। মালপত্র সেখানে ঠিকমত আনার জন্য অঙ্গদ তাকে সাহায্য করেছে। এরপর থেকেই অঙ্গদ যে স্টুডিওতে তার আগামী চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিচ্ছে রিচা সেখানে নিয়মিত উপস্থিত হয়ে তাকে উৎসাহ দিচ্ছে।”
দুই অভিনয়শিল্পীর মুখপাত্র বলেছে, “একসঙ্গে কাজ করার সময়ই তাদের প্রথম পরিচয়। সেই থেকে তারা একসঙ্গে সময় কাটাচ্ছে। তাদের মধ্যে বেশ মিল।”
এর আগে জানা গেছে অঙ্গদ ‘বিগ বস ১০’ তারকা নোরাহ ফাতেহি এবং রিচা হুমা কুরেশির ভাই সাকিব সেলিমের সঙ্গে প্রেম করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন