বিনোদন ডেস্ক: ফেরদৌস আরার গাওয়া উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে একক কণ্ঠে হাজার গান। সিরিজ অ্যালবামটির নতুন খন্ড প্রকাশিত হতে যাচ্ছে। এ অ্যালবামটি সদ্য প্রয়াত সংগীতজ্ঞ, স্বরলিপিকার ও নজরুল গবেষক সুধীন দাশ স্মরণে প্রকাশ হচ্ছে। ফেরদৌস আরা জানান, 'একক কণ্ঠে হাজার গান অ্যালবামের তত্ত¡াবধানে ছিলেন সুধীন দাশ। এরই মধ্যে এর সাতটি খন্ড প্রকাশিত হয়েছে। অষ্টম খন্ডটি প্রকাশ হবে সুধীন দাশ স্মরণে। উল্লেখ্য, একুশে পদকপ্রাপ্ত সুধীন দাশের সান্নিধ্যে সংগীতজগতে প্রতিষ্ঠা পেয়েছেন অনেকেই। তাদের মধ্যে অন্যতম ফেরদৌস আরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন