শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সুবর্ণা-সৌদের বিয়ে বার্ষিকীতে তারকাদের উপস্থিতি

| প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: তারকা দ¤পতি সুবর্ণা মুস্তাফা ও নির্মাতা বদরুল আনাম সৌদের নবম বিয়ে বার্ষিকী ছিল গত শুক্রবার। বিয়ে বার্ষিকী উপলক্ষে তারা সাধারণত কোনো অনুষ্ঠানের আয়োজন করেন না। তবে এবার ঘরোয়াভাবে আয়োজন করেন। সেই আয়োজনে তাদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন। তাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন শোবিজের অনেকেই। এদের মধ্যে রয়েছেন বিপাশা হায়াত, রুনা খান, অনিমেষ আইচ, আশনা হাবিব ভাবনাসহ অনেকেই। কেক কেটে শুরু হয় বিবাহ বার্ষিকীর ঘরোয় অনুষ্ঠান। আনন্দ আড্ডা, আর গল্পে গল্পে গভীর রাত পর্যন্ত চলে অনুষ্ঠান। অনুষ্ঠানে কিছু ছবি প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উল্লেখ্য, ২০০৮ সালের ৭ জুলাই সুবর্ণা ও সৌদ বিয়ে করেন। মরহুম অভিনেতা হুমায়ূন ফরীদির সাথে সুবর্ণার ছাড়াছাড়ি হওয়ার পর সৌদের সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তারা বিয়ে করেন। তাদের কোনো সন্তান নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন