শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সঙ্গীত শিল্পী হাবিব ও অভিনেত্রী তানজিন তিশার সম্পর্ক নিয়ে গুঞ্জণ

| প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: বেশ কয়েক মাস আগে সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ ও তার স্ত্রী রেহানের সাথে ডিভোর্স হয়ে গেছে। এর রেশ শেষ হতে না হতেই গুঞ্জণ উঠেছে হাবিবের সাথে অভিনেত্রী তানজিন তিশার মধ্যে প্রেমের স¤পর্ক রয়েছে। গুঞ্জণ উঠে ফেসবুকে রেহানের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে। তিনি হাবিবকে উদ্দেশ করে লিখেন, পিয়া বিপাশা আমাকে হার্ট করেছিলে। দেখো, বছর হয়নি দুইবার তোমার নাম আসলো তোমার নষ্ট কুকর্ম নিয়ে। এখন তানজিন তিশা তোমার পালা। রেহান দাবি করেছেন, ডিভোর্সের আগে থেকে হাবিবের সঙ্গে তিশার যোগাযোগ রয়েছে। তিনি বলেন, বলতে লজ্জা নেই, তারা লিভ টুগেদার করতো। সেই অবস্থা এখনো চলছে। কেউ কেউ তো এটাও বলছে তারা নাকি বিয়েও করে ফেলেছেন। বিষয়টি তিশা অস্বীকার করেছেন। আর ফেসবুকে এক স্ট্যাটাসে হাবিব জবাবও দিয়েছেন। তিনি লিখেছেন, আমি এখন অস্ট্রেলিয়াতে অবস্থান করছি কনসার্ট এর জন্য। কিছুটা দুঃখজনক যে, একটা বিষয় নিয়ে আবারও কথা বলতে হচ্ছে। সাংবাদিকদের করা একটা নিউজ দেখলাম। যেখানে বলা হয়েছে যে তানজিন তিশার কারণে আমার সাথে রেহান-এর ডিভোর্স হয়। কথাটি ঠিক নয়, কারণ এক হাতে তালি বাজে না। তানজিন তিশার সাথে আমার কি স¤পর্ক সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। এবং এটি নিয়ে কিছু বলতে আমি বাধ্য না, এবং কেনই বা আমার ডিভোর্স এর কয়েক মাস পর এসব কথা রেহানই বা বললো, এটাও আমার কাছে আশ্চর্যজনক। বলার হলে আরও আগেই বলতো। ডিভোর্সের কারণ যাই হোক না কেন আমি তো জোর করে ডিভোর্স করতে বলিনি তাকে। সমঝোতার মাধ্যমেই তা হয়। তাহলে এখন এতো কাদা ছোড়াছুড়ি কেন? এসব করে কারোই তো কোনো লাভ আমি দেখি না। এসব মোটেই কাম্য নয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন