শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘ক্রিড টু’র কাহিনীর আভাস দিলেন সিলভেস্টার স্ট্যালোন

| প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

২০১৫তে মুক্তিপ্রাপ্ত মুষ্টিযুদ্ধভিত্তিক স্পোর্টস ড্রামা ‘ক্রিড’ এক কথায় ‘রকি’ সিরিজের সিকুয়েল। এবার ‘ক্রিড’ ফিল্মটির সিকুয়েলও নির্মিত হবে ‘রকি’ সিরিজের একটি চলচ্চিত্রের অনুপ্রেরণায়। নির্মাতা ও রকি বালবোয়া চরিত্রের অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন এমনই আভাস দিয়েছেন।
৭০ বছর বয়সী অভিনেতাটি তার ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেছেন তাতে নতুন ফিল্মটির প্লট কী হবে তার সহজেই আভাস পাওয়া যায়। ফোটোশপে তৈরি এই ছবিতে রকির বন্ধু অ্যাপোলো ক্রিডের ছেলে অ্যাডোনিস ক্রিডকে (মাইকেল বি. জর্ডান, ‘ক্রিড’ ২০১৫) তার বাবার প্রতিদ্ব›দ্বী ও হত্যাকারী রুশ মুষ্টিযোদ্ধা আইভান ড্র্যাগো’র (ডল্ফ লান্ডগ্রেন, ‘রকি ফোর’, ১৯৮৫) মুখোমুখি দেখান হয়েছে। ড্র্যাগো শপথ করেছিল : “সবসময় ইতিহাসের পুনরাবৃত্তি হয়।”
স্ট্যালোন ক্যাপশনে লিখেছেন : “আপনার কল্পনার চর্চা কারার সুযোগ এসেছে.. একজন বা অন্যজনের জন্য কোনও না কোনোভাবে ইতিহাসের পুনরাবৃত্তি হয়, আপনারা তৈরি থাকুন! ... বাবার ভুল #ক্রিডটু।”
১৯৭৬ থেকে ১৯৯০ পর্যন্ত রকি সিরিজের পাঁচটি পর্ব নির্মিত হয়েছে। ২০০৬ সালে ‘রকি বালবোয়া’ নামে মূল চরিত্রটি নিয়ে আরেকটি চলচ্চিত্র পায়। ‘ক্রিড টু’ এই বছরের শেষে মুক্তি পাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন