অভি মঈনুদ্দীন: এবারের ঈদে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত বেশকিছু খন্ড নাটক, টেলিফিল্ম এবং ছয় পর্বের ধারাবাহিক নাটক প্রচার হয়েছে। এরমধ্যে তিনটি নাটক টেলিফিল্মে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি সাড়া পেয়েছেন বলে জানান চঞ্চল চৌধুরী। তিনি জানান, এবারের ঈদে প্রচারিত নাটক টেলিফিল্মের মধ্যে দীপু হাজরা পরিচালিত টেলিফিল্ম ‘উসিলা’ এবং তাইফুজ্জামান আশিকও জসিম মনের ‘বিবেক মজিদ’, ‘হপাই’ নাটক দুটি। এই তিনটি নাটক টেলিফিল্মে অভিনয়ের জন্য টেলিভিশনে প্রচারের সময় যেমন ফেসবুকে এবং মুঠোফোনে ক্ষুদে বার্তা পেয়েছেন। ঠিক তেমনি তিনটি নাটকই ইউটিউবে আপলোড হবার পরও এই নাটকগুলোর জন্য বেশ সাড়া পাচ্ছেন তিনি। চঞ্চল চৌধুরী বলেন, ‘ঈদের সময়তো আসলে বিজ্ঞাপনের চাপে দর্শক ঠিকমতো নাটক টেলিফিল্ম দেখতেই পারেন না। যে কারণে ঈদের সময় দর্শক অনেক ধৈর্য্য নিয়ে আমার অভিনীত কাজগুলো দেখার চেষ্টা করেন। সে জন্য দর্শকের কাছে আমি কৃতজ্ঞ। তবে পরবর্তীতে দর্শক ইউটিউবে এখন তাদের ভালোলাগার নাটক টেলিফিল্ম দেখে নেন। যে তিনটি নাটকের কথা উল্লেখ করা হয়েছে এই তিনটি নাটকে অভিনয় করে ঈদে সবচেয়ে বেশি সাড়া পেয়েছি। তবে একটি কথা না বললেই নয়, তা হলো আমি যে নাটকে যে চরিত্রেই অভিনয় করিনা কেন, আমি পূর্ণ মনোযোগ দিয়েই তা করি। প্রতিটি নাটককেই সমান গুরুত্ব দিয়ে আমি অভিনয় করি। দর্শকের কোনটা ভালো লাগলো সেটা আসলে দর্শকেরই ব্যাপার।’ ‘উসিলা’, ‘হপাই’ এবং ‘বিবেক মজিদ’ রচনা করেছেন বৃন্দাবন দাস। তিনটিতেই তার সহশিল্পী হিসেবে আছেন শাহনাজ খুশি। এদিকে চঞ্চল মোস্তফা কামাল রাজ পরিচালিত এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘পোস্ট গ্র্যাজুয়েট’র শূটিং শুরু করেছেন। আগামী মাসে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রের ডাবিং’র কাজ শেষ করবেন। এতে তিনি মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন। তার সর্বশেষ অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’। শিগগিরই তিনি শুরু করবেন বৃন্দাবন দাসের রচনায় সাইদুর রাসেলের নির্দেশনায় ‘অষ্টধাতু’ ধারাবাহিক নাটকের কাজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন