বিনোদন রিপোর্ট: বাংলাদেশের অন্যতম প্রধান নাট্য সংগঠন লোক নাট্যদলের ৩৬ বছর তথা ৩ যুগ পূর্তি হলো গত ৬জুলাই। লোক নাট্যদল তাদের তিন যুগ পূর্তির বছরটিকে স্মরণীয় করে রাখতে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে, গত ৭ জুলাই বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে যার শুভ উদ্বোধন ঘোষণা করা হলো দলের জনপ্রিয় প্রযোজনা মলিয়েরের নাটক কঞ্জুস মঞ্চায়নের মাধ্যমে। শীঘ্রই নাটকটির ৭০০তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশে প্রথম। বছরব্যাপী অনুষ্ঠানমালার সূচনায় লোক নাট্যদলের সভাপতি অভিজিৎ চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন লোক নাট্যদলের উপদেষ্টা মোহিনীমোহন চক্রবর্তী। লোক নাট্যদলের সভাপতি দলের ৩৬ বছরের পথচলায় যাদের অবদান অনস্বিকার্য সেসব নাট্যদর্শক, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক ও সহযোদ্ধা নাট্যকর্মীদের প্রতি অভিভাদন ও কৃতজ্ঞতা জানান। তিনি বছরব্যাপী অনুষ্ঠানমালার ঘোষণা করেন, যার মধ্যে রয়েছেÑ এ বছর সেপ্টেম্বর মাসে মুক্তিযুদ্ধভিত্তিক দলের নতুন নাটক মঞ্চায়ন। নভেম্বর মাসে দেশ ও বিদেশের খ্যাতিমান নাট্যসংগঠনসমূহের অংশগ্রহণে আন্তর্জাতিক নাট্যেৎসবের আয়োজন। জানুয়ারি ২০১৮ সালে দেশ-বিদেশের প্রথিতযশা নাট্য নির্দেশক ও অভিনয় শিল্পীদের নিয়ে নাট্যকর্মশালার আয়োজন। ২০১৮ সালের মার্চ মাসে নাট্যবিষয়ক সেমিনার আয়োজন, এপ্রিল-মে মাসে আরেকটি নতুন নাটক মঞ্চায়ন এবং ৬ জুলাই ২০১৮ কে কেন্দ্র করে দলীয় প্রযোজনাসমূহ নিয়ে নাট্যোৎসব আয়োজনের মাধ্যমে বছরব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী। লোক নাট্যদলের উপদেষ্টা মোহিনীমোহন চক্রবর্তী বলেন, লোক নাট্যদল তারুণ্যনির্ভর একটি নাট্য সংগঠন, যেটি গত ৩৬ বছর ধরে এদেশের মঞ্চনাটকে অসাধারণ সব অবদান রেখে চলেছে, দর্শকদের উপহার দিয়েছে বৈচিত্রময় সব নাটক। এ দল উইলিয়াম শেক্সপীয়র, বের্টাল্ট ব্রেখট, মলিয়েরের নাটক যেমন করেছে, তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বুদ্ধদেব বসু, মানিক বন্দোপধ্যায়, মোহিত চট্টোপাধ্যায়ের নাটকও তারা মঞ্চে উপহার দিয়েছে। উল্লেখ্য, জন্মলগ্ন থেকেই লোক নাট্যদল সুস্থ, সুন্দর ও জীবন ঘনীষ্ঠ নাট্য মঞ্চায়নের মাধ্যমে এদেশের নাট্য দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে। তিন যুগের এ পথচলায় লোক নাট্যদল প্রায় ৩০টি নাটক প্রযোজনা করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন