ঐশ্বর্য রাই বচ্চন তার আগামী হিন্দি ফিল্ম ‘ফান্নে খান’-এর কাজ শুরু করবেন সামনের মাসে।
টি-সিরিজ, রাকেশ ওমপ্রকাশ মেহরা এবং কৃআর্জ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য চলচ্চিত্রটি ২০১৮’র এপ্রিলে মুক্তি পাবে।
প্রায় দুই দশক পর এই চলচ্চিত্রটিতে অনিল কাপুরের সঙ্গে জুটি হতে দেখা যাবে অভিনেত্রীটিকে। এই দুজন এর আগে ২০০০ সালে মুক্তি পাওয়া ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ এবং ১৯৯৯ সালের মিউজিকাল হিট ‘টাল’-এ একসঙ্গে অভিনয় করেছেন।
‘ফান্নে খান’ চলচ্চিত্রটি সম্পর্কে অনেক আগে বলেছিলেন, “এটি চমৎকার একটি চিত্রনাট্য। এটি একটি মিউজিকাল। এই ফিল্মটির অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। এই প্রথম আমি খান নামের একটি চরিত্রে অভিনয় করছি।”
গত বছর অনিল কাপুর ‘ফান্নে খান’ চলচ্চিত্রটিতে তার সাজ কেমন হবে তার আভাস দিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন। ছবিটিতে তাকে বেশ গহনা পরিহিত জমকালো পোশাকে মাইক্রোফোন হাতে দেখা গেছে।
‘ফান্নে খান’ পরিচালনা করবেন অতুল মাঞ্জরেকার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন